শরৎ রাণী চড়ে আসলো
ধবল মেঘের ভেলা,
নদীর ধারে কাশফুল ঘাসফুল
ফুটেছে আজ মেলা।
শিশির কণা নিশায় বসে
চঞ্চু রূপের ঘাসে,
সোনা আলো ঊষায় এসে
চিকচিকিয়ে হাসে।
সাজের বেলায় রংবেরঙে
সেজে ওঠে আকাশ,
নদীর বুকে শান্ত সলিল
বহে শীতল বাতাস।
হরেক পাখির কূজন শুনে
মাতোয়ারা হয় মন,
যূঁই চামেলি রাতে ফোটে
সৌরভ বিলায় পবন।
পদ্মা শাপলা বিলের জলে
খেলে ভাসি ভাসি,
সোনার বাংলা রূপে সাজায়
শরত রাণী আসি।