দুনিয়ার সুখ-শান্তি ও আখেরাতে স্থায়ী কামিয়াবী নিহিত আছে একমাত্র দ্বীন পালনের ভিতর। কিভাবে আল্লাহ পাকের হুকুম ও নবী (সা:) এর সুন্নতি তরিকা প্রতিটি মানুষের ভিতর চলে আসে, এ নিয়ে ফিকির করাই মূলতঃ ইজতিমার প্রধান উদ্দেশ্য। এ উদ্দেশ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো সিডনিতে হতে যাচ্ছে দু’টি ইজতিমা। একটি হতে যাচ্ছে Masjid Al Noorএ এবং আরেকটি Darul
দুনিয়ার সুখ-শান্তি ও আখেরাতে স্থায়ী কামিয়াবী নিহিত আছে একমাত্র দ্বীন পালনের ভিতর। কিভাবে আল্লাহ পাকের হুকুম ও নবী (সা:) এর সুন্নতি তরিকা প্রতিটি মানুষের ভিতর চলে আসে, এ নিয়ে ফিকির করাই মূলতঃ ইজতিমার প্রধান উদ্দেশ্য। এ উদ্দেশ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো সিডনিতে হতে যাচ্ছে দু’টি ইজতিমা। একটি হতে যাচ্ছে Masjid Al Noorএ এবং আরেকটি Darul Ulum Lakemba তে। একই দিনে সিডনির প্রধান দু’টি জায়গায় ইজতিমা হতে যাচ্ছে।
Masjid Al Noor
ঠিকানা : 1 Ferndell St, South Granville NSW 2142
সময়: ২৩ ডিসেম্বর ২০২২ আসর নামাযের পর থেকে
Darul Ulum Lakemba
ঠিকানা : 58 Quigg St S, Lakemba NSW 2195
সময়: ২৩ ডিসেম্বর ২০২২ আসর নামাযের পর থেকে
ডিসেম্বরের ২৩/২৪ ও ২৫ তারিখ সিডনির দুটি মসজিদে ইজতেমা হবে এবং ২৬ ডিসেম্বর সোমবার ফজরের পর বয়ান,তারপর দো’য়া হবে ইনশাল্লাহ।
বাংলাদেশেও দু’টি ইজতিমা হতে যাচ্ছে। জানুয়ারি মাসের ১৩/১৪/ ও ১৫ তারিখ তুরাগ নদীর পাড়ে, ঐতিহাসিক টঙ্গী ময়দানে। ১৬ জানুয়ারি ২০২৩ ফজরের বয়ানের পর দু’য়া হবে ইনশাল্লাহ। আরেকটি ইজতিমা ২০/২১ ও ২২ জানুয়ারি ২০২৩, দুয়া হবে ২৩ জানুয়ারি ফজরের বয়ানের পর। সকলকে যার যার সামানা নিয়ে আগে গেলে আগে পাবেন ভিত্তিতে উপস্থিত থেকে অশেষ নেকী হাসিল করার অনুরোধ জানানো যাচ্ছে।
তবে ছোট ছোট ছেলে মেয়েদেরকে না নিয়ে যাওয়াটা শ্রেয়।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *