728 x 90

অস্থায়ী অভিবাসী শ্রমিকদের জন্য অধিকতর সুরক্ষার কথা জানালেন টনি বার্ক এমপি

সুপ্রভাত সিডনি রিপোর্ট : সম্প্রতি অস্ট্রেলিয়ার জাতীয় সংসদে উত্থাপিত এক নতুন আইনের মাধ্যমে অস্ট্রেলিয়ায় অস্থায়ী শ্রমিকদের জন্য অধিকতার সুরক্ষা এবং অধিকারের বিষয়টি নিশ্চিত করতে চেষ্টা করছে প্রাইম মিনিস্টার এন্থনী আলবেনিজের নেতৃত্বাধীন লেবার সরকার। অস্ট্রেলিয়ার কর্মসংস্থান ও কর্মক্ষেত্র বিষয়ক মন্ত্রী এবং শিল্পকলা বিষয়ক মন্ত্রী টনি বার্ক এমপির অফিস থেকে প্রদত্ত একটি সংবাদ বিবৃতিতে জানানো হয়, নতুন

সুপ্রভাত সিডনি রিপোর্ট : সম্প্রতি অস্ট্রেলিয়ার জাতীয় সংসদে উত্থাপিত এক নতুন আইনের মাধ্যমে অস্ট্রেলিয়ায় অস্থায়ী শ্রমিকদের জন্য অধিকতার সুরক্ষা এবং অধিকারের বিষয়টি নিশ্চিত করতে চেষ্টা করছে প্রাইম মিনিস্টার এন্থনী আলবেনিজের নেতৃত্বাধীন লেবার সরকার।

অস্ট্রেলিয়ার কর্মসংস্থান ও কর্মক্ষেত্র বিষয়ক মন্ত্রী এবং শিল্পকলা বিষয়ক মন্ত্রী টনি বার্ক এমপির অফিস থেকে প্রদত্ত একটি সংবাদ বিবৃতিতে জানানো হয়, নতুন এই প্রস্তাবিত আইনটিতে অভিবাসী শ্রমিক বিষয়ক টাস্কফোর্সের সুপারিশকৃত তিনটি বিষয়কে কার্যকর করা হচ্ছে।

টনি বার্ক এমপি বলেন, অস্থায়ী ভিসাতে থাকা কর্মচারীরা অনেক সময় তাদের প্রাপ্য অধিকার ও কর্মক্ষেত্রের নিরাপত্তা বা চুক্তি এসব বিষয় নিয়ে কিছুটা নিরাপত্তাহীনতায় থাকেন। এসব দুর্বলতাকে ব্যবহার করে কিছু কিছু ক্ষেত্রে অসাধু নিয়োগদাতারা তাদের বঞ্চিতও করে থাকে। কিন্তু বর্তমান সরকার যে কোন অস্থায়ী ভিসায় থাকা কর্মচারীদেরকে দেশটির নাগরিকদের মতোই অধিকার ও সুবিধা দিতে চেষ্টা করছে। “অস্থায়ী অভিবাসী শ্রমিকরা আমাদের অর্থনীতি এবং সমাজে একটি অপরিহার্য অবদান রাখেন এবং অস্ট্রেলিয়ার নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের মতো একই কর্মক্ষেত্রের অধিকার ও সুরক্ষা পাওয়ার অধিকারী”, মন্ত্রী বার্ক বলেন।

অস্ট্রেলিয়াতে কর্মক্ষেত্রের অধিকারের ক্ষেত্রে বিভিন্ন সরকারি সংস্থা যেমন ফেয়ারওয়ার্কস ও ওমবুডসম্যান এবং বিভিন্ন আইনী নিরাপত্তাবলয়ের মাধ্যমে শ্রমিক ও কর্মচারীদের অধিকার নিশ্চিত করা হয়। অস্থায়ী অভিবাসীদের জন্য এই অধিকার নিশ্চিত করার জন্য কাজ করার মাধ্যমে বর্তমান লেবার সরকারের মানবিক মূল্যবোধ ও মানবাধিকার বাস্তবায়নের প্রতি সংকল্পের বিষয়টি প্রতিভাত হয়েছে যা বিভিন্ন মহলের কাছেই অত্যন্ত প্রশংসাযোগ্য একটি বিষয়।

ছবি কৃতজ্ঞতা: টনি বার্ক এমপি ফেইসবুক পেইজ।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising