সিডনিতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

সুপ্রভাত সিডনি রিপোর্ট: সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক এর উদ্যোগে সিডনিতে গত ৯ এপ্রিল ২০২৩ ল্যাকেম্বায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ক্বিরাত প্রতিযোগিতার বিজয়ী আফনান আহমেদ তেলাওয়াত করেন। তারপর নাশিদ পাঠ করেন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আবিদুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক  রাসেল আহমেদ (ইঞ্জিনিয়ার) সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনসভাপতি এবং সাধারণ সম্পাদক গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর নব নির্বাচিত কমিটির সহ সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানে তাদের অভিনন্দন জানানো হয়। পরে ক্বিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ইতোপূর্বে শিশু কিশোরদের নিয়ে একটি ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মাওলানা শেখ ইশফাক, সংগঠনের সভাপতি  মো: সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ (ইঞ্জিনিয়ার)  সাবেক সভাপতি এ কে এমহেলাল,  সাবেক সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফাজিল বারি জসিম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান শাহরিয়ার সুমন। মাওলানা শেখ  ইশফাক রমজানের তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন এবং মুসলিম ঊমমার সকলের জন্য দোয়া  করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *