নদী সাগরে মিলিত হতে এসে থমকে দাঁড়ায়- ভয় পায়- ভাবে, ক্ষুদ্র আমি সাগরে বিলীন হয়ে যাবো! হারিয়ে ফেলবো অস্তিত্ব- কোথাও রবে না নাম নিশানা; খুঁজে পাবে না কেউ দিশা। কিন্তু আর তো ফিরবার পথ নেই এটাই নিয়তি। সব নদীই বয়ে বয়ে সাগরে এসে মিলিত হয়। নিজেকে হারিয়ে সাগর হয়ে সাগরের বুকেই রয়। ভারাক্রান্ত মনে নদী পেছনে ফিরে তাকায়- পার
নদী সাগরে মিলিত হতে এসে
থমকে দাঁড়ায়- ভয় পায়- ভাবে,
ক্ষুদ্র আমি সাগরে বিলীন হয়ে যাবো!
হারিয়ে ফেলবো অস্তিত্ব- কোথাও রবে না
নাম নিশানা; খুঁজে পাবে না কেউ দিশা।
কিন্তু আর তো ফিরবার পথ নেই
এটাই নিয়তি। সব নদীই বয়ে বয়ে
সাগরে এসে মিলিত হয়।
নিজেকে হারিয়ে সাগর হয়ে
সাগরের বুকেই রয়।
ভারাক্রান্ত মনে নদী পেছনে ফিরে তাকায়-
পার হয়ে এসেছে কত জনপদ- উদ্যান
সবুজ শ্যামল শষ্য ক্ষেত!
পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্নাধারা
সবার ভালবাসায় শিক্ত হয়ে
গৌরবের জীবন নিয়ে এসেছিলো হতে
সাগরের সাথে মিলিত। ভেবেছিল
সাগরের সান্নিধ্যে হয়ে উঠবে গর্বিত।
এখন নদী শঙ্কিত; হারিয়ে যাচ্ছে তার অস্তিত্ব-
তবু তাকে সাগরেই যেতে হবে
যেখানে আছে তার মৃত্যু অনিবার্য-
প্রকৃতির এ বিধানই করা আছে ধার্য।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *