বিশেষ প্রতিনিধি, সিডনী থেকে: স্বামী স্ত্রীর ভিসা প্রদানে অষ্ট্রেলিয়া সরকারের হোম এফেয়ার্স বিভাগের বৈপরিত্য বিশেষভাবে লক্ষ্যনীয় বলে জানা গেছে । এর ফলে ইচ্ছে থাকলেও স্বামী স্ত্রী একইসাথে বেশি সময় ধরে অষ্ট্রেলিয়া ভ্রমণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন ।শুধু তাই নয় এ কারনে ভিসা প্রার্থীরা আর্থিক সমস্যায় পড়েছেন। এমনটা ঘটেছে স্বামী স্বামী সামসুল ইসলাম টুকু এবং স্ত্রী
বিশেষ প্রতিনিধি, সিডনী থেকে: স্বামী স্ত্রীর ভিসা প্রদানে অষ্ট্রেলিয়া সরকারের হোম এফেয়ার্স বিভাগের বৈপরিত্য বিশেষভাবে লক্ষ্যনীয় বলে জানা গেছে । এর ফলে ইচ্ছে থাকলেও স্বামী স্ত্রী একইসাথে বেশি সময় ধরে অষ্ট্রেলিয়া ভ্রমণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন ।শুধু তাই নয় এ কারনে ভিসা প্রার্থীরা আর্থিক সমস্যায় পড়েছেন। এমনটা ঘটেছে স্বামী স্বামী সামসুল ইসলাম টুকু এবং স্ত্রী মমতাজ মহলের ক্ষেত্রে ভিসা প্রার্থীর কাগজপত্র দেখে জানা গেল স্বামী সামসুল ইসলাম টুকুকে ভিসা দেওয়া হয়েছে ৩/১/২৩ থেকে ৩/১/২৪ পর্যন্ত ১২ মাসের এবং বিরতিহীনভাবে ১২ মাস অষ্ট্রেলিয়ায় অবস্থান করার অনুমতি পেয়েছেন । অন্যদিকে স্ত্রী মমতাজ মহলকে ভিসা দেওয়া হয়েছে ২১/১২/ ২২ থেকে ২১/১২/২৫ পর্যন্ত ৩ বছরের । কিন্তু একসাথে মাত্র ৩ মাসের বেশী থাকার অনুমতি পাননি। ফলে অষ্ট্রেলিয়ায় মাত্র ৩ মাস থেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন স্বামী স্ত্রী । তাছাড়া ৩ মাস পর পর বিমানের টিকেট বাবদ কমপক্ষে ৩ লাখ টাকা ব্যয় করাও তাদের পক্ষে সম্ভব হচ্ছেনা । এমন অসামঞ্জস্যপুর্ন ভিসা দেওয়ার সমালোচনা করেছেন অষ্ট্রেলিয়া প্রবাসী শিল্পী, সাহাদাত, পারভিন, আসিফ, মামুনু রশিদ, পারভিন সহ অনেকেই। বিষয়টি অষ্ট্রেলিয়া সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *