728 x 90

পরকে বলি: মো. দিদারুল ইসলাম

পরকে বলি ভালো হইতে নিজে ভালো হই না, চারদিকের ওই নানা কাজে সরল মানুষ পাই না। পরকে বলি ঘুষখোরেরা- চেয়ার পেলে ছাড়ি না, পয়সা ছাড়া ফাইল সহজে টেবিল থেকে নাড়ি না। পরকে বলি তেলবাজেরা- নিজের স্বার্থ ভুলি না, বড় স‍্যারের পা চাটি জিহ্বা কভু তুলি না। পরকে বলি দেশপ্রেমিক হও আহা! নিজে ভালো না, আম-জনতার

পরকে বলি ভালো হইতে

নিজে ভালো হই না,

চারদিকের ওই নানা কাজে

সরল মানুষ পাই না।

পরকে বলি ঘুষখোরেরা-

চেয়ার পেলে ছাড়ি না,

পয়সা ছাড়া ফাইল সহজে

টেবিল থেকে নাড়ি না।

পরকে বলি তেলবাজেরা-

নিজের স্বার্থ ভুলি না,

বড় স‍্যারের পা চাটি

জিহ্বা কভু তুলি না।

পরকে বলি দেশপ্রেমিক হও

আহা! নিজে ভালো না,

আম-জনতার সামনে ভাষণ

আমার ভেতর কালো না।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising