728 x 90

তারেক রহমানের ৩১ দফা: রাষ্ট্রসংস্কারের দাবি পোঁছানোর দায়িত্ব

  সুপ্রভাত বসিডিনি রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসীদের করণীয় শীর্ষক একটি সেমিনার ১৪ অক্টোবর ২০২৪ সোমবার সিডনির সিনিয়র সিটিজেন লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া বিএনপি নেতা  মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং আবুল হাছানের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন

 

সুপ্রভাত বসিডিনি রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসীদের করণীয় শীর্ষক একটি সেমিনার ১৪ অক্টোবর ২০২৪ সোমবার সিডনির সিনিয়র সিটিজেন লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া বিএনপি নেতা  মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং আবুল হাছানের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডক্টর আব্দুল হাই সিকদার। অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ বিজ্ঞানী ও সাবেক ৯০-এর ছাত্রদলের নেত্রী ডক্টর নার্গিস বানু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  অস্ট্রেলিয়ার বিএনপির প্রতিষ্ঠাতা সা : সম্পাদক ফারুক আহম্মেদ খান, লিয়াকত আলী স্বপন, মন্জুর সরওয়ার বাবু, ডাঃ আব্দুল ওহাব বকুল, মোবারক হোসেন, মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা, আব্দুল মতিন উজ্জ্বল, আব্দুস সামাদ শিবলু, এসএম খালেদ, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, লিন্টাস পেরেরা, আশরাফুল আলম শহীদ, অহিদুল ইসলাম, সম্পাদক সর্দার মামুন, নূর মোহাম্মদ মাসুম, মাহমুদুল হক দুলাল, মোঃ দেলোয়ার হোসেন, অসীত গোমেজ, মোঃ নাসির উদ্দিন, ফজলুল হক প্রমুখ।

প্রধান আলোচনা ডক্টর আব্দুল হাই সিকদার বলেন, “গত ১৭ বছর আপনারা যেভাবে আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিলেন, ঠিক সেভাবেই রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে প্রবাসে জনমত গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি।”

ডক্টর নার্গিস বানু মূল প্রবন্ধ উপস্থাপনকালে উল্লেখ করেন, “দেশনায়ক তারেক রহমান বিএনপির কর্ণধার এবং তিনি বাংলাদেশে ভবিষ্যৎ নেতৃত্ব দেবেন। তাই রাষ্ট্র সংস্কারের দাবি গুলো বিএনপির কর্মী হিসেবে সকলের মাঝে পৌঁছানো আমাদের ঈমানী দায়িত্ব।”

সভাপতির বক্তব্যে মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ সকলকে ধন্যবাদ জানিয়ে উল্লেখ করেন , “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নতুন বাংলাদেশ গড়ার উদ্দীপনা নিয়ে এই মহাদেশে আরও সভা-সেমিনার আয়োজন অব্যাহত রাখবেন।”

এই সেমিনার প্রবাসীদের মধ্যে রাষ্ট্র সংস্কারের দাবিগুলো ব্যাপকভাবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

1 Comment

  • Md Nur-A-Alam Chowdhury
    October 18, 2024, 2:36 am

    I highly appreciate the steps has been take, this should have done after our liberation which has been ignored and mistreated in may occasion.

    I support this cause and I believe Bangladesh Nationalist Party will also take part to make it possible.

    REPLY

সর্বশেষ পোস্ট

Advertising