728 x 90

মন শুধু আশ্চর্য প্রদীপ চায়: ইলিয়াছ হোসেন

চাহিদার শেষ নেই সেই আদিকাল থেকেজীবন চলে স্বপ্নের মোহেকলাপাতার ছাউনির ঘরকে ভুলে গেছিঅনেক আগেই,এখন আশ্চর্য প্রদীপের দিকে নিবিড় দৃষ্টি। মনের ক্যানভাসে সব সময় আঁকা হয় সুখের ছবিএখন আর বসা হয় না খেজুর পাতার পাটিতেসে স্থান দখল করে আছে সেগুন কাঠের সোফা,মনকে যতই বলি তুষ্ট থাকো অল্পতে মন শুধু আশ্চর্য প্রদীপই চায়।

Vector illustration of a scroll of papyrus paper with a Golden Eastern lamp of gin, with a silhouette of Eastern city

চাহিদার শেষ নেই সেই আদিকাল থেকে
জীবন চলে স্বপ্নের মোহে
কলাপাতার ছাউনির ঘরকে ভুলে গেছি
অনেক আগেই,
এখন আশ্চর্য প্রদীপের দিকে নিবিড় দৃষ্টি।

মনের ক্যানভাসে সব সময় আঁকা হয় সুখের ছবি
এখন আর বসা হয় না খেজুর পাতার পাটিতে
সে স্থান দখল করে আছে সেগুন কাঠের সোফা,
মনকে যতই বলি তুষ্ট থাকো অল্পতে

মন শুধু আশ্চর্য প্রদীপই চায়।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising