ভালোবাসি বাংলার
নদী, খাল- বিল,
ভালোবাসি পদ্মার
সাদা বক চিল।
ভালোবাসি ছোট নদী
বাংলার জল,
ভালোবাসি আম জাম
জৈষ্ঠ্যের ফল।
ভালোবাসি মেঠোপথ
অবারিত মাঠ,
ভালোবাসি বইপড়া
সন্ধ্যার পাঠ।
ভালোবাসি প্রেয়সীর
খোঁপা বাঁধা চুল,
ভালোবাসি জুঁই বেলী
বকুলের ফুল।