
সূর্য মামা জেদ ধরেছে
বাড়ছে মামার তেজ,
মামার তেজে বন্যপ্রাণী
গুটিয়ে আছে লেজ।
খাল শুকিয়ে ধরছে ফাটল
পুকুরে নেই পানি,
গাছ কেটে হয় পরিবেশ দূষণ
আমরা কী তা মানি?
গাছপালা সব কেটে কুটে
গড়ছি বসত বাড়ি,
খাল ভরাট, আর পাহাড় কেটে
চড়ছি দামী গাড়ি।
ঘরে ঘরে এসির বাতাস
ঘুরছে কতো পাখা,
সূর্য মামার তেজের কাছে
সব যেনো খামাখা।
খেলার মাঠে তুলছি ভবন
ঘেঁষাঘেঁষি করে,
দালানের পর দালান তুলে
ভুগছি চিরতরে।
সবুজ উদ্যান নেইযে এখন
সবই ইট পাথুরে,
গাছ দেখলে, কুঠার নিয়ে
হয়ে যাই কাঠুরে।
তাইতো এখন সূর্য মামা
জেদ ধরেছে অধিক,
তীব্র দাহে মানুষগুলো
ছুটছে এদিক-সেদিক।
প্রকৃতি আজ ক্ষেপে গিয়ে
নিচ্ছে প্রতিশোধ,
আসুন এবার সবাই মিলে
করবো প্রতিরোধ।