728 x 90

দেখতে পাবে: মনোরঞ্জন ঘোষাল

“একটি গাছ একটি প্রাণ। তাই গাছ লাগাও প্রাণ বাঁচাও।” এ কথা আজকের না। এই সত‍্য আমরা জেনেছি বহুকাল আগেই। আজ আমরা এই কাজে অনেকটা সচেতন হয়েছি। নানা প্রকল্পে সরকারি বা বেসরকারি উদ্যোগে গাছ লাগানোর কাজ করে চলেছি। কিন্তু কোথায়? আজ এই প্রশ্নটা সামনে এসে পথ আগলে ধরছে। এই প্রসঙ্গে একটা উদাহরণ দেওয়া যাক। তোমার রান্নাঘরে

“একটি গাছ একটি প্রাণ। তাই গাছ লাগাও প্রাণ বাঁচাও।” এ কথা আজকের না। এই সত‍্য আমরা জেনেছি বহুকাল আগেই। আজ আমরা এই কাজে অনেকটা সচেতন হয়েছি। নানা প্রকল্পে সরকারি বা বেসরকারি উদ্যোগে গাছ লাগানোর কাজ করে চলেছি। কিন্তু কোথায়? আজ এই প্রশ্নটা সামনে এসে পথ আগলে ধরছে।

এই প্রসঙ্গে একটা উদাহরণ দেওয়া যাক। তোমার রান্নাঘরে রান্না করতে গিয়ে অনেক ধোঁয়া সৃষ্টি হয়েছে। তোমার শ্বাসকষ্ট শুরু হয়েছে। তুমি রান্না ঘর থেকে অন‍্য ঘরে পালিয়ে গিয়ে বিপদ এড়াতে পারবে। তাতে কি রান্না ঘরের ধোঁয়ার সমস‍্যা মিটবে? যদি চিমনি লাগিয়ে ধোঁয়া বের করে দেবার ব‍্যবস্থা গড়ে তুলতে পার, তবে তোমাকে আর রান্নাঘর ছেড়ে পালিয়ে যেতে হবে না। 

আমাদের বড় শহর আর শিল্পাঞ্চলগুলির অবস্থা ঐ রান্নাঘরের মত! আমরা সেখানে চিমনি লাগানোর ব‍্যবস্থা করছি কি?

গ্রামে গঞ্জে জঙ্গলে গাছ লাগিয়ে বেড়াচ্ছি। ফলে সেখানের পরিবেশ টিকেও রান্নাঘর বানিয়ে ফেলছি!

এতে কি সঠিক সমাধান হচ্ছে? যেখানের সমস‍্যা সেখানেই সমাধান করতে পারলে ফলাফল দ্রুত পাওয়া যাবে।

শহরে কাঁচা মাটি কম। দোকান বাড়ি ঘর আছে। একটি ঘরে যে কয়জন মানুষ থাকেন তারা জন প্রতি অন্ততপক্ষে দুটি করে গাছ লাগিয়ে রাখুক তাদের বাড়িতে, অফিসে বা দোকানে। তাহলে কারো আর বোঝা হবে না। দায়িত্ব থাক প্রত‍্যেকের।

মানুষের সংখ্যা যেমন অধিক ভাল না তেমনই গাছও অধিক সংখ্যক ভাল না। অহেতুক জঙ্গলে গাছেদের সংখ্যা বাড়লে বন‍্য প্রাণীদের বিপদ বাড়বে। সেখানে বাস্তুতন্ত্রের ভারসাম‍্য নষ্ট হবে।  যদিও তার জন‍্য সামগ্রিক দূষণ কিছুটা কমবে। কিন্তু ততটা সময়ে আমরা সকলে বেঁচে থাকব তো?

রান্নাঘরের ধোঁয়া এক সময় হালকা হবে। তখন আর কষ্ট হবে না।  কিন্তু ঐ সময়টুকু তুমি ধোঁয়া সহ‍্য করতে গিয়ে বিপদ ঘটবে না তো!

জনসংখার সমস‍্যা জনসংখ‍্যায় সমাধানের জন‍্য ভাগ করে দিলে সমস‍্যা আর থাকবে না। একদিন সেটাই করতে বাধ‍্য হতে হবে। হয়তো গাছপালা পিঠে করে বয়ে নিয়ে বেড়াতে হবে রাস্তায়। খাবারের মত।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising