আল কুরআনের পাখি তুমি কন্ঠে মধুর সুর
খোদার বাণী পৌঁছে দিলে দূর থেকে সুদূর,
বিশ্ববাসী জানে তুমি সেরা মুফাসসির
তোমার প্রতি ক্ষুব্ধ শুধু অন্ধ ও বধির।
পঞ্চাশ বছর দিলে তুমি কুরআনের দাওয়াত
শহীদী তামান্না নিয়ে করলে মোনাজাত,
তাগুতীরা শঙ্কিত হয় দ্বীনের ঝান্ডা দেখে
তাই তোমাকে কষ্ট দিলো বন্দিশালায় রেখে।
হাজার কষ্ট বুকে চেপে দিলে মধুর হাসি
তোমার জন্য বুক ফাটিয়ে কাঁদছে বিশ্ববাসী,
মহান রবের সৈনিক যারা হয় না তাদের মরণ
আলমে বারযাখে তাদের করা হয় আপ্যায়ন।
হে দয়াময়, তোমার পানে করি মোনাজাত
কুরআনের পাখিকে দিও ফেরদাউস জান্নাত।