শাপলা ফোটে খালে বিলে
হাসে মেঘের রাণী,
হাঁসা হাঁসি খেলা করে
করে কানা-কানি।
মেঘ বালিকা মেঘে বেড়ায়
নীল আকাশের বুকে,
হৃদয়ে মোর ঢেউ খেলে যায়
পুলকিত সুখে।
টাপুর টুপুর বৃষ্টির জলে
নদী নালা ভরে,
গাঙশালিকে দলে দলে
করে খেলা করে।
কলসী খাঁকে গাঁয়ের বধূর
আচঁলখানি ওড়ে,
গাছের ডালে পাখির কুজন
সকাল বিকাল ভোরে।
আষাঢ় দিনে টাপুর টুপুর
বৃষ্টির গানের খেলা,
নদীর জলে গাঁয়ের ছেলে
কাটায় সারা বেলা।