সুপ্রভাত সিডনি বিশেষ রিপোর্ট : অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলাদেশী পত্রিকা সুপ্রভাত সিডনি দীর্ঘদিন যাবত কমিউনিটিতে সংবাদ পরিবেশন ও নানা সেবা প্রদানে ভূমিকা রেখে আসছে। নিয়মিত মুদ্রিত পত্রিকার পাশাপাশি সুপ্রভাত সিডনির ওয়েবসাইট www.suprovatsydney.com.au এবং অনলাইন নিউজ টিভি SS tv Australia বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করা বাংলাদেশীদের কাছে সমান জনপ্রিয়। সুপ্রভাতের নিয়মিত আয়োজন ফেইস-টু-ফেইস লাইভ সহ
সুপ্রভাত সিডনি বিশেষ রিপোর্ট :
অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলাদেশী পত্রিকা সুপ্রভাত সিডনি দীর্ঘদিন যাবত কমিউনিটিতে সংবাদ পরিবেশন ও নানা সেবা প্রদানে ভূমিকা রেখে আসছে। নিয়মিত মুদ্রিত পত্রিকার পাশাপাশি সুপ্রভাত সিডনির ওয়েবসাইট www.suprovatsydney.com.au এবং অনলাইন নিউজ টিভি SS tv Australia বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করা বাংলাদেশীদের কাছে সমান জনপ্রিয়। সুপ্রভাতের নিয়মিত আয়োজন ফেইস-টু-ফেইস লাইভ সহ নানা অনুষ্ঠানের সমৃদ্ধ ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে পত্রিকাটির উপস্থিতি রয়েছে। বিভিন্ন মাধ্যমে সংবাদ, মতামত, প্রবন্ধ ও সাহিত্য প্রকাশের নিয়মিত কাজের পাশাপাশি মিডিয়া গ্রুপটির মানউন্নয়ন ও চলতি কর্মকান্ডকে আরো গতিশীল করার লক্ষে সম্প্রতি নতুন তিনজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী সুপ্রভাত সিডনির উপদেষ্টা পরিষদে যোগদান করেছেন।
সুপ্রভাত সিডনির উপদেষ্টা পরিষদে অংশগ্রহণের মাধ্যমে পত্রিকাটির ভবিষ্যত পথচলায় সক্রিয় অবদান রাখতে সম্মত হয়েছেন সুইডেনের বিশিষ্ট সমাজসেবী মহিউদ্দিন আহমেদ জিন্টু, অস্ট্রেলিয়ার সুপরিচিত শিক্ষাবিদ ও গবেষক শিবলী সোহায়েল এবং জাপান-প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী নেতা শহিদুল ইসলাম নান্নু।
সুইডেনে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির অন্যতম নেতা মহিউদ্দিন আহমেদ জিন্টু দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি সময় যাবত ইউরোপের নানা দেশে নানারকম সমাজসেবামূলক কাজের সাথে জড়িত রয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় পরিচালিত বারোটি সাংস্কৃতিক সংগঠনের সমষ্টিতে গঠিত বাংলাদেশ সেন্ট্রাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে তিনি দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক প্রেক্ষিতে তিনি ঢাকা মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি, জাপান বিএনপির সভাপতি, সুইডেন বিএনপির সভাপতি ও প্রধান উপদ্ষ্টো এবং সর্ব-ইউরোপ বিএনপির আহবায়ক হিসেবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন।
সুপ্রভাতের উপদেষ্টা পরিষদের আরেকজন নতুন সদস্য শিবলী সোহায়েল অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি গবেষণা, কলাম লেখা, মানবাধিকার আন্দোলন ও সমাজসেবায় একজন পরিচিত মুখ। তিনি আন্তর্জাতিক থিংক ট্যাংক অর্গানাইজেশন সাউথ এশিয়া পলিসি ইনিশিয়েটিভের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন ধরণের সমাজসেবামূলক ও সাংস্কৃতিক কর্মকান্ডে তিনি সবসময়েই নিজ যোগ্যতায় নেতৃত্ব দিয়ে আসছেন। সুপ্রভাত সিডনির বিভিন্ন উদ্ভাবনী ও সামাজিক গুরুত্বপূর্ণ কর্মকান্ডে তিনি নিঃস্বার্থভাবে পরামর্শ ও সহায়তা দিতে অগ্রণী ভূমিকা রাখেন।
সুপ্রভাতের উপদেষ্টা পরিষদের অন্যতম নতুন মুখ শহিদুল ইসলাম নান্নু জাপানে প্রবাসী বাংলাদেশীদের মাঝে একজন পরিচিত মানুষ। ব্যাবসায়িক গুরুত্বের কারণে তিনি বাংলাদেশে সিআইপি’র সম্মান অর্জন করেছেন। জাপানের বাইরেও এশিয়া, নর্থ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে তিনি ব্যাবসায়িক উদ্যোগ স্থাপিত করেছেন। তিনি জাপান বিএনপি, জাপান প্রবাসীদের সংগঠন এশিয়ান পিপলস ফ্রেন্ডশিপ সোসাইটি, রোটারি এন্ড লায়ন্স ক্লাব, বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স, জাপান মুসলিম চেম্বার্স অফ কমার্স, টোকিও চেম্বার্স অফ কমার্স, ঢাকা চেম্বার্স অফ কমার্স সহ অসংখ্য প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্য ও নেতৃত্বে অগ্রগামী ভূমিকায় কাজ করে যাচ্ছেন।
এই তিনজন অভিজ্ঞ এবং পেশাদার গুণীজনের অন্তর্ভূক্তিতে সুপ্রভাত সিডনির উপদেষ্টা পরিষদ আরো বেশি সক্রিয় এবং কার্যকর ভূমিকা রাখবে বলেই সুপ্রভাত সিডনি পরিবার প্রত্যাশা করে। নতুন তিন উপদেষ্টাকে স্বাগত জানিয়ে সুপ্রভাত সিডনি তাদের সহায়তায় অস্ট্রেলিয়া-প্রবাসী বাংলাদেশী কমিউনিটি সহ বিশ্বের নানা দেশে প্রবাসী বাংলাদেশীদের মাঝে অধিকতর অংশগ্রহণমূলক ও সহায়ক ভূমিকা রাখার জন্য কাজ করে যাওয়ার প্রত্যাশা করে।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *