কালের নন্দিনী-
অনন্তকাল সলজ্জ দৃষ্টিতে মেলে রাখে
নীল সরোবর আঁখি!
সহস্র বাক্যের কোমলতায় উপহার দেয়
প্যাকেজ প্যাকেজ নন্দিত অনুভূতি!
অনুরণে অনুক্ষণ বিলি করে
একান্ত সুখের ঠিকানা!
সহস্র প্রশ্নের সোপান বেয়ে
নৈঃশব্দের বুকে লিখে যায়
অক্ষরহীন চিরকুট!
বিত্তবান চিত্তে লুকিয়ে রাখে
হাজার সাম্রাজ্যের মণি-মুক্তা!