আমাদের হারাবার কিছু নেই-
শৈশবের খেলনা হারানো কান্না নেই
স্কুল-কলেজের পরীক্ষায় পাশ নম্বর হারানো নেই
নেই বেকারত্বে প্রেম হারানোর ভয়।
আমাদের হারাবার কিছু নেই-
নেই সংসার হারানোর ভয়
নেই অলি-গলি, রাস্তা-রাজপথ হারানোর ভয়
নেই উত্তরসূরি হারানোর ভয়
আমাদের হারাবার কিছু নেই
পার হয়ে গেছে আজ অর্ধেকটা জীবন!
কিছুই কি হারাবার নেই?
আছে ভয় মূল্যবোধ হারানোর
আছে ভয় মনুষ্যত্ব হারানোর।