সিডনিতে বাংলাদেশী রিফিউজিদের বিশেষ সভা

সুপ্রভাত সিডনি রিপোর্ট: গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, সিডনির রকডেলের প্রখ্যাত রেস্তোরাঁ ‘স্টার বিরিয়ানি’-এর ফাংশন অডিটোরিয়ামে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ থেকে নৌকায় আসা প্রায় পাঁচশত রিফিউজিরা দীর্ঘদিন ধরে বৈধতার জটিলতায় আটকে আছেন। অতীতের সরকার বিভিন্ন অজুহাতে তাদের সময় নষ্ট করেছে, এবং অনেক রিফিউজিরা ১২-১৩ বছর ধরে নির্দিষ্ট নিষেধাজ্ঞায় আটকে আছেন।

অনেকে নিজেদের পরিবারের সদস্যদের মৃত্যুর পরেও দেশে ফিরে যেতে পারেননি। বহু রিফিউজির বিবাহিত স্ত্রীরা দীর্ঘ অপেক্ষায় সংসার ছেড়ে অন্যত্র চলে গেছেন। বিভিন্ন সমস্যায় জর্জরিত এই রিফিউজিদের আবেদন, উচ্চ পর্যায় থেকেও বারবার বাতিল করা হয়েছে। এর ফলে সিডনির বিভিন্ন কমিউনিটির শরণার্থীরা ইমিগ্রেশন মিনিস্টার টনি বার্কের অফিসের সামনে ১২০ দিন ব্যাপী অনশনে বসেন। তবে লেবার সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। সরকার তাদের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করার কারণে সবাই হতাশ হয়ে পড়েন।

রকডেলের এই বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটসন থেকে এবারের স্বতন্ত্র প্রার্থী ড. জিয়াদ বেসিউনি। তিনি গভীর মনোযোগ সহকারে রিফিউজিদের কষ্ট এবং তাদের বক্তব্য শোনেন। তিনি আশ্বাস দেন, যদি তিনি নির্বাচিত হন, তবে রিফিউজিদের পক্ষে সংসদে আইন উত্থাপন করবেন এবং তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করবেন। তার দীর্ঘ বক্তব্যের পর, অনেকের অনুরোধে তিনি রিফিউজিদের কাছ থেকে চিকিৎসা বা প্রেসক্রিপশন ফি নেবেন না বলে ঘোষণা দেন। তার বক্তব্যে উপস্থিত সকলেই করতালিতে সম্মান জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেম্বেলটাউন সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, সাবেক লিবারেল পার্টির স্টেট নির্বাচন পদপ্রার্থী এবং মিডিয়া ব্যক্তিত্ব এ এন এম মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা, এবং বাংলাদেশী রিফিউজির অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা, বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ ইউসুফ শামীম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসির আহমেদ। অনুষ্ঠান শেষে সকলকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *