সুপ্রভাত সিডনি রিপোর্ট : মোঃ কোরবান আলী (রিপন) দীর্ঘদিন লিভার সিরোসিস(স্টেজ ফোর) এ ভুগছিলো। তিনি ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়(বাউফল-পটুয়াখালী) থেকে এসএসসি পাস করেন ১৯৯৮। ছোট ১ ছেলে ও ২ মেয়ে, স্ত্রী ফারজানা আক্তারকে নিয়ে খুব কষ্টের সংসার কোনো রকম চলে যাচ্ছিলো। দুর্ঘটনায় কোরবান আলী (রিপন) তার ডান হাত হারান। পরবর্তীতে একহাতে সব কিছু করতে হতো।
সুপ্রভাত সিডনি রিপোর্ট : মোঃ কোরবান আলী (রিপন) দীর্ঘদিন লিভার সিরোসিস(স্টেজ ফোর) এ ভুগছিলো। তিনি ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়(বাউফল-পটুয়াখালী) থেকে এসএসসি পাস করেন ১৯৯৮। ছোট ১ ছেলে ও ২ মেয়ে, স্ত্রী ফারজানা আক্তারকে নিয়ে খুব কষ্টের সংসার কোনো রকম চলে যাচ্ছিলো। দুর্ঘটনায় কোরবান আলী (রিপন) তার ডান হাত হারান। পরবর্তীতে একহাতে সব কিছু করতে হতো।
দিন দিন শারীরিক অবস্থার অবনতি ঘটলে অনেক কাঠ-খড় পুড়িয়ে সামান্য কিছু অর্থ জুগিয়ে উন্নত চিকিৎসার জন্য এআইজি হাসপাতাল, হায়দ্রাবাদ,ভারত চলে যান। বাঁচার শখ কার না আছে ? পরিবার ও আত্মীয় -স্বজন বিভিন্ন জায়গা থেকে ধার -কর্জ করে শেষ সম্পদ ভিটা বিক্রি করে লিভার ট্রান্সপ্লান্ট করার উদ্দেশ্যে বুকে অনেক আশা, মনে অনেক স্বপ্ন নিয়ে তিনি হাসপাতাল ভর্তি হন। জীবন -মৃত্যুর এ সদ্ধিক্ষণে হাসপাতালের কক্ষ থেকে অস্ট্রেলিয়া প্রবাসী তার বন্ধু আরিফের মাধ্যমে আপনাদের কাছে তিনি সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। আরিফ অস্ট্রেলিয়ায় অনেক দিন যাবৎ পরিবার সহ বসবাস করছেন। একজন ধর্ম ভীরু এবং অত্যান্ত বিশ্বাস ভাজন হিসেবে আরিফ কমিউনিটিতে সকলের কাছে অনেক জনপ্রিয় একটি নাম। আরিফের সাথে কোরবান আলী (রিপন) এর ছোট বেলা থেকেই সক্ষতা, একই ক্লাসে পড়াশুনা ও একসাথে বেড়ে উঠা। দীর্ঘদিনের পরিচয়ের সুবাধে সিডনি প্রবাসী আরিফের মাধ্যমে কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছে সবিনয় আবেদন -মুক্ত হস্তে সাহায্য করুন। মায়াভরা মুখ নিয়ে তাকিয়ে আছে ছেলে মেয়ে স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা রিপনের ফিরে আসার।
ডাক্তার এর সর্বশেষ পরামর্শ এ ব্যায়বহুল চিৎসায় খরচ হবে বাংলাদেশী মুদ্রায় ৫০ লক্ষ টাকা। অসহায় এ মৃত্যু পথযাত্রী আপনাদের কাছে হাত পেতেছেন। দয়া করে মানবিক দিক বিবেচনা করে সাধ্যমতো সাহায্য করুন।
আরিফের ব্যাঙ্ক ডিটেইলস ও মোবাইল নাম্বার দেয়া হলো। চিকিৎসা সংক্রান্ত যেকোনো কাগজপত্র দেখতে চাইলে অথবা যে কোন তথ্যের জন্য যোগাযোগ করার সবিনয় অনুরোধ করা যাচ্ছে।
Md Arif Hossain Khan
Bsb 062191
Ac: 10338340
CommBank
Pay id & Mobile Phone.
0425 391 380
MKhan
সুপ্রভাত সিডনির পক্ষ থেকে মোঃ কোরবান আলী (রিপন)’র দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ্পাকের দরবারে দোয়া করি, তিনি যেনো রিপনকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন এবং পরিবারের মাঝে শীঘ্র ফিরে যেতে পারেন (আমিন) ।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *