728 x 90

সিডনিতে  ড. নাজনীন আখতারের ইন্তেকালে কমিউনিটিতে শোকের ছায়া

  সুপ্রভাত সিডনি রিপোর্ট : বিশিষ্ট সিনিয়র ফিজিশিয়ান ড. নাজনীন আখতার (৫৭) গত ১৬  জানুয়ারি ২০২৪ মঙ্গলবার  দুপুর ১২ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি ডাঃ সাদেক আহমেদের স্ত্রী ছিলেন। মৃত্যুকালে তিনিএক ছেলে ডা. রাজি আহমেদ (৩১) ও এক মেয়ে সাব্রিনা আহমেদ ও প্রচুর আত্মীয়- স্বজন, বন্ধু – বান্ধব ও গুণগ্রাহী

 

সুপ্রভাত সিডনি রিপোর্ট : বিশিষ্ট সিনিয়র ফিজিশিয়ান ড. নাজনীন আখতার (৫৭) গত ১৬  জানুয়ারি ২০২৪ মঙ্গলবার  দুপুর ১২ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি ডাঃ সাদেক আহমেদের স্ত্রী ছিলেন। মৃত্যুকালে তিনিএক ছেলে ডা. রাজি আহমেদ (৩১) ও এক মেয়ে সাব্রিনা আহমেদ ও প্রচুর আত্মীয়- স্বজন, বন্ধু – বান্ধব ও গুণগ্রাহী বা শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন । তিনি ক্যান্সারে প্রায় দীর্ঘ দুই বছর যাবত অসুস্থ ছিলেন ।

তাঁর নামাজের জানাজা গত  বুধবার ১৭ জানুয়ারি দুপুর ১টা লাকেম্বা আলী ইবন আবু তালেব বা লাকেম্বা বড় মসজিদে  যোহরবাদ  অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পরিচালনা করেন ড. নাজনীন আখতার এর একমাত্র  ছেলে ডা. রাজি আহমেদ।  মা সম্পর্কে দু’ একটি আবেগপ্রবণ কথা বলেন তখন সকলের চোখ আশ্রু সজল হয়ে উঠে ।

 

 

নামাজ পরবর্তী রকউড সিমেট্রিতে দাফন করা হয়| পরিবারের পক্ষ থেকে আমরা সকলের কাছে তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত করুন (আমিন) ।

 

 

সিডনিতে তিনি  ডাক্তারি পেশার পাশাপাশি অনেক জনহিতকর কাজ করেছেন। বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান গড়ে তুলতে  অসামান্য ভূমিকা রেখেছেন। বিভিন্ন ইসলামি প্রতিষ্ঠানে তার অনুদান ছিল অসামান্য ।

 

সুপ্রভাত সিডনির পক্ষ থেকে আমরা দুয়া করি-মহান আল্লাহ পাক তাঁর কাজ গুলোকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নিন। তাঁর গোটা পরিবারকে শোক সইবার ক্ষমতা দান করুন ।

 

 

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising