728 x 90

চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

সুপ্রভাত সিডনি রিপোর্ট : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যোগে ৬ জানুয়ারি ২০২৪  দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সিডনির মাউন্ট আনানের বোটানিক গার্ডেনসে সকাল ১১ টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরিচিতি প্রদান ও স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অ্যাসোসিয়েশনের মহিলা সদস্যদের নিয়ে বালিশ বদল প্রতিযোগিতা, সদস্যদের ছেলে

সুপ্রভাত সিডনি রিপোর্ট : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যোগে ৬ জানুয়ারি ২০২৪  দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সিডনির মাউন্ট আনানের বোটানিক গার্ডেনসে সকাল ১১ টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরিচিতি প্রদান ও স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অ্যাসোসিয়েশনের মহিলা সদস্যদের নিয়ে বালিশ বদল প্রতিযোগিতা, সদস্যদের ছেলে সন্তানদের অংশগ্রহণে দৌঁড় প্রতিযোগিতা ও মেয়ে শিশুদের নিয়ে বালিশ বদল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিটি পর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দুপুরে খাবারের পর শুরু হয় সঙ্গীত পরিবেশনা। সংগঠনের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমবেত কণ্ঠে পরিবেশিত হয় শাটল ট্রেনে গাওয়া জনপ্রিয় গানগুলো।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেজাউল আনোয়ার, আরিফ এ হক, শামীম শামসুজ্জামান, শাহাদাত রিয়াদ, আশিকুর রাহমান অ্যাশ, আলী আসগর, মাহমুদুল হাসান খান, আব্দুল্লাহ আল মামুন, তানজিয়া মমতাজ, উম্মে হাজেরা লাকি, অ্যানি শাহীন, তানজিলা তাজনিন চৌধুরী, রাফিজা বেগম, ড. ইখতেয়ার জাহেদ, ড. মাহবুব আলম, আখতার হোসেন, সেলিনা আক্তার, মো. হাবিবুর রহমান, তানবিনা তাহের, আজহারুল হক, ফজলে ই প্রধান ও মুমতাহিনা রহমান প্রমুখ।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

1 Comment

  • এম, এ কাশেম
    February 2, 2024, 1:22 am

    আমার নিজ এলাকা চট্টগ্রাম (মীরসরাই)। এখানে আপনাদের কোনো প্রতিনিধি না থাকলে সম্মতি সাপেক্ষ নিউজ পাঠাতে পারি। ফিরতি বার্তায় জানান দিলে খুশি হবো।

    REPLY

সর্বশেষ পোস্ট

Advertising