সুপ্রভাত সিডনি রিপোর্ট : ২৩শে জুন ২০২৪ রবিবার সিডনীর ব্যাংকসটাউন কাউিন্সিলস্থ প্লাম্পটন নেইবারহুড কনভেনশন সেন্টারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন প্রথম বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ায় বসবাসরত জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে দীর্ঘদিন যাবৎ নিয়মিত বাৎসরিক পুনর্মিলনীর আয়োজন করে পূর্ব থেকেই এক দৃঢ় বন্ধনে তারা আবদ্ধ হয়ে আছে। প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত চেষ্টায়
সুপ্রভাত সিডনি রিপোর্ট : ২৩শে জুন ২০২৪ রবিবার সিডনীর ব্যাংকসটাউন কাউিন্সিলস্থ প্লাম্পটন নেইবারহুড কনভেনশন সেন্টারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন প্রথম বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ায় বসবাসরত জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে দীর্ঘদিন যাবৎ নিয়মিত বাৎসরিক পুনর্মিলনীর আয়োজন করে পূর্ব থেকেই এক দৃঢ় বন্ধনে তারা আবদ্ধ হয়ে আছে। প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত চেষ্টায় আজ প্রাতিষ্ঠানিক রুপে আত্মপ্রকাশ করার পর এটাই ছিলো সংগঠনটির প্রথম সাধারন সভা ও নির্বাচন। অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে সেন্টার প্রাঙ্গন হয়ে উঠেছিলো উৎসব মুখর।
নির্বাচন ও ফলাফল গণনা শেষে নির্বাচন কমিশনার মিসেস খালেদা কায়সার মিনি, সভাপতি পদে তাহমিনা মালিক রহমান বীনা, সহ-সভাপতি পদে লামিয়া আহমেদ লুনিয়া, সাধারন সম্পাদক পদে রাশিদুল মোবাশ্বের মিকন, যুগ্ম সচিব পদে সাবিরা রহমান রিমা, কোষাধ্যক্ষ পদে সানদিদ বিন একলিম, সাংস্কৃতিক সম্পাদক পদে উমাশংকর বড়–য়া, ক্রীড়া সম্পাদক পদে শফিকুল হায়দার চৌধুরী এবং কার্যকরী সদস্য পদ সমূহে মতিয়া পারভীন, মো: নূর-এ-জান্নাত নাইম, মো: হাসান শাহ রিপন, নিগার সুলতানা, তৌহিদ হাসান ও আনোয়ার সাদাত মনি কে বিজয়ী হবার কথা ঘোষনা করেন। তিনি জানান যে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক এই নতুন নির্বাচিত কমিটি আগামী দুবছর দায়িত্¦ে থাকবেন। সুষ্ঠু ও সফল নির্বাচন আয়োজনে তাকে সহযোগিতা করার জন্যে সবাইকে তিনি ধন্যবাদ জানান।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *