সালাম বরকত রফিক জব্বার
আজও যায়নি থেমে,
ভাষা শহীদের উত্তরসূরি
সব গিয়েছে নেমে।
ভাই হারানোর প্রতিশোধ নিতে
নেমেছে বীরের বেশে,
দীপ্ত শপথ, অধিকার নিয়ে
বাঁচা চাই এই দেশে।
কিশোর-কিশোরী নেমেছে সবাই
জীবনের মায়া ছেড়ে,
রুখতে পারেনি, কামান বারুদ
যতই আসুক তেড়ে।
শত শহীদের রক্ত দিয়ে
নতুন অধ্যায় লিখে,
বিজয়ীর বেশে ফিরবে শেষে
আপন নীড়ের দিকে।