সুপ্রভাত সিডনি রিপোর্ট : সিডনিতে মুসলমানদের বাৎসরিক সর্ববৃহৎ দ্বীনি জমায়েত বা ইজতেমা অনুষ্ঠিত হয়েছে ২০,২১,২২ এবং ২৩ ডিসেম্বর। ফজরের নামাজের পর হেদায়েতের বয়ান শেষে বিশেষ দু’আর মাধ্যমে। প্রতি বছরের ন্যায় এবছরও মসজিদ আল নূর সাউথ গ্রেনভিলে অনুষ্ঠিত হলো ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণের ইজতেমা । বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বেশ কিছু দ্বীনের জামাত এসেছে। শুক্রবার
সুপ্রভাত সিডনি রিপোর্ট : সিডনিতে মুসলমানদের বাৎসরিক সর্ববৃহৎ দ্বীনি জমায়েত বা ইজতেমা অনুষ্ঠিত হয়েছে ২০,২১,২২ এবং ২৩ ডিসেম্বর। ফজরের নামাজের পর হেদায়েতের বয়ান শেষে বিশেষ দু’আর মাধ্যমে। প্রতি বছরের ন্যায় এবছরও মসজিদ আল নূর সাউথ গ্রেনভিলে অনুষ্ঠিত হলো ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণের ইজতেমা । বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বেশ কিছু দ্বীনের জামাত এসেছে।
শুক্রবার আসর নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। বিকেল থেকেই মানুষের সমাগম হতে থাকে। হাজারো মুসল্লির বিশাল বড় মসজিদের হলরুম উপচিয়ে পরে। বাড়তি ব্যবস্থা হিসেবে মসজিদের বাইরে হাজারো লোকের জন্য বিশাল তাবু স্থাপন করা হয়। বেশ কিছু অতিরিক্ত শৌচাগার বসানো হয়েছে, তাছাড়া ওযুর জন্যে এবার আলাদা করে বেশ কিছু কল বসানো হয়েছে।
ইজতেমা থেকে সর্বমোট ৩৫টি জামাত বের হয়েছে সমগ্র অস্ট্রেলিয়াতে দ্বীন প্রচার ও প্রসারের জন্য। অস্ট্রেলিয়র বাইরেও বিভিন্ন দেশে কয়েকটি জামাত যাবে আল্লাহর রাস্তায়। আল্লাহ্পাক প্রতিটি জামাতকে কবুল করুন (আমিন)।
আগামী ২৪ জানুয়ারি ২০২৫ থেকে ২৭ জানুয়ারি ২০২৫ মেলবোর্নের Fawkner মসজিদে আরেকটি ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।
একই সময়ে সিডনির ল্যাকেম্বায় আরেকটি ইজতেমা অনুষ্ঠিত হয় এবং দ্বীনের তাকাজা পূরণ করার জন্য বেশ কিছু জামাত আল্লাহর রাস্তায় মেহনত করার লক্ষে বের হয়। আল্লাহ্পাক সকলের মেহনতকে কবুল ও মনজুর করেন (আমীন)।
উল্লেখ্য, দেশের প্রেক্ষাপটে ইজতেমাকে ঘিরে বিশাল ষড়যন্ত্র চলছে। দুনিয়ার শুরু থেকে মুনাফিক ছিলো, আছে এবং থাকবে। গোপন ও প্রকাশ্য মুনাফিকদের সাময়িক বাধায় দুনিয়ার কোথাও আল্লাহ্পাকের দ্বীনের দাওয়াতের কাজ বন্ধ হয়নি আর হবেনা ইনশাল্লাহ।
আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে টঙ্গীর তুরাগ নদীর তীরে। দেশের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত ‘বিশ্ব ইজতেমাকে’ বলা হয়। সমগ্র বিশ্ব থেকে বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন বর্ণের ধার্মিক মুসলমানরা এ ইজতেমায় অংশ নেবে ইনশাল্লাহ। আল্লাহ্পাক বিশ্ব ইজতেমাকে ভরপুর কামিয়াবী করুন (আমিন) ।
১৯ ডিসেম্বর ২০২৪ সকালে সংবাদ সম্মেলনে আলমি শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন -আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *